
পহেলা বৈশাখে যেকোনো খোলা জায়গায় ও ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সব অনুষ্ঠান বিকেল ৬টার মধ্যে শেষ করতে হবে। অনুষ্ঠানস্থলে ৫টার পর আর কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সম্পর্কিত সভায় এ নির্দেশনা দেন তিনি। মন্ত্রী বলেন, ‘রমনা বটমূলের মূল অনুষ্ঠান, রবীন্দ্রসরোবর ও রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য অনুষ্ঠান উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া সিসি ক্যামেরা, পুলিশি তল্লাশি, ফায়ার সার্ভিস ও মেডিক্যাল টিম প্রস্তুত থাকবে।
তিনি বলেন, পয়লা বৈশাখের অনুষ্ঠানে ইভটিজিং ও নাশকতা রোধে পুলিশ র্যাবের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও মাঠে থাকবে। ঢাকাসহ সারা দেশে পয়লা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
তিনি আরও বলেন, মঙ্গল শোভাযাত্রায় মুখে কোনও মুখোশ ব্যবহার করা যাবে না, তবে হাতে রাখা যাবে। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় ভুভুজেলা নিষিদ্ধ থাকবে, এছাড়া শোভাযাত্রায় মুখোশ মুখে নয়, হাতে প্ল্যাকার্ড হিসেবে রাখতে হবে।
বৈশাখে বর্ষবরণের উদযাপন অনুষ্ঠানে ইভটিজিং, উচ্ছৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে মোবাইল কোর্ট থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply