
পাবনা জেলার ভাঙ্গুড়ায় জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফেল করায় সুমি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার দিবাগত রাতে ওই ছাত্রী তার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত ছাত্রী উপজেলার বড় বিশাকোল গ্রামের আব্দুল হামিদের মেয়ে ও ছোট
বিশাকোল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, নিহত শিক্ষার্থী সুমি ওই বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। ফলাফল খারাপ হওয়ায় রাতে খাবার খাওয়ার পর নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস
দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরো বলেন, বিষয়টি দুঃখজনক, তবে এই বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply