
পিরোজপুরের মঠবাড়িয়ায় মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ আঙিনায় সমবেত ৮০০ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানরা।
সোমবার সকালে উপজেলার ওই প্রতিষ্ঠানের সবুজ চত্বরে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ৮০০ শিক্ষার্থীর মা, শিক্ষক ও অতিথিরা উপস্থিত ছিলেন।



পিরোজপুর-৩ আসনের এমপি ডা. রুস্তুম আলী ফরাজির সহধর্মিণী খাদিজা আক্তার খুশবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বিদ্যালয়ের সম্মুখ সবুজ চত্বরে ৮০০ মাকে বসিয়ে শিক্ষার্থী সন্তাুনরা মমতাময়ী মায়ের পা ধৌত করে মাকে সম্মান জানায়। এসময় সকল মায়েরা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। ব্যতিক্রমী এ আয়োজন স্কুলে এক অন্য রকম আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।



আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান এর সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, একাডেমিক সুপার ভাইজার মো. রুহুল আমীন, থানার এসআই শাহনাজ পারভীন, যুবমহিলা নেত্রী সুলতানা রোজি, সাংবাদিক ইসরাত জাহান প্রমুখ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply