
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এভিগদোর লিবারম্যানের পদত্যাগের মধ্যদিয়ে তেল আবিব তাদের পরাজয় স্বীকার করে নিয়েছে।
লিবারম্যানের পদত্যাগ অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি নাগরিকদের জন্য রাজনৈতিক বিজয় বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার লিবারম্যানের পদত্যাগের পর লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ইসমাইল হানিয়া এসব কথা বলেছেন। একই ধরনের বক্তব্য দিয়েছে ফিলিস্তিনের দ্বিতীয় বৃহত্তম প্রতিরোধকামী সংগঠন ইসলামি জিহাদ আন্দোলন।
মিশরের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রতিবাদে লিবারম্যান পদত্যাগ করেন। লিবারম্যান চেয়েছিলেন, গাজার ওপর সর্বাত্মক অভিযান চালাতে কিন্তু হামাসের প্রতিরোধ ও রকেট হামলার মুখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতি মেনে নেন। নেতানিয়াহুর এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন লিবারম্যান। তবে নেতানিয়াহু তার সিদ্ধান্তে অনড় ছিলেন
অনলাইন বাংলা নিউজ বিডি :/আমিরুল ইসলাম
Leave a Reply