
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন পাবনা চাটমোহরের জোড়া মাথা শিশু রোকেয়া ও রাবেয়াকে আজ শুক্রবার (৪ জানুয়ারি) মধ্যরাতে চিকিৎসার জন্য হাঙ্গেরি পাঠানো হচ্ছে।
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ও সহযোগিতায় আজ রাত দেড়টায় তাদের হাঙ্গেরি পাঠানো হবে।
আজ দুপুরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো: নাসিম ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটে এসে রোকেয়া ও রাবেয়ার পরিবারের কাছে তাদের বিমান টিকিট ও অন্যান্য সামগ্রী প্রদান করার পর সাংবাদিকদের একথা জানান।
এসময় তার সঙ্গে সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত ও ডা. হুসেন ইমাম, ডা. সামন্তলাল সেন, ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাসিরউদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply