
রাজধানীর বনানী অগ্নিকাণ্ডে উদ্ধারকাজে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ফায়ারম্যান সোহেল রানার মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে।
সোমবার রাত পৌনে ১১র দিকে সোহেল রানার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
রাতে সোহেলের মরদেহ ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় ফায়ার সার্ভিসের সদরদপ্তরে সোহেলের জানাজা হবে। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায়।
রবিবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ২টা ১৭ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল রানা।
গত ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারের আগুন লাগে। ওই নেভাতে ও ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা। সেখানে আহত হওয়ার পর তাকে ঢাকায় চিকিৎসা দেয়া হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply