
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বৃহৎ সামাজিক মাধ্যম ফেসবুকের কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে ফেসবুক কে মানুষের আরও বেশী কাজে লাগানো যায়। ফেসবুকের বিশেষজ্ঞ টিম সে জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে নতুন নতুন ফিচার কে যুক্ত করতে। এরই ধারাবাহিকতায় ফেসবুক চালু করতে যাচ্ছে আরও একটি নতুন ফিচার। এই ফিচারটি ব্যবহার করে বিশ্বের মোট ৪০ টি দেশের ফেসবুক ব্যবহারকারীরা চাকরির আবেদন করতে পারবেন।
যদিও ফেসবুকের এই ফিচার টি গতবছর ই যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু করা হয়েছে কিন্তু সেটি বৃহৎ আকারে ছড়িয়ে দেওয়ার জন্য ফেসবুকের নতুন এই সিদ্ধান্ত। তবে কোন ৪০ টি দেশ ফেসবুকের এই নতুর ফিচারের আওতায় পড়বে সেটি এখনও পরিষ্কার ভাবে জানানো হয় নি ফেসবুকের পক্ষ থেকে।
ফেসবুকের লোকাল বিভাগের প্রেনিডেন্ট অ্যালেক্স হিমেল গত মঙ্গলবার এক ব্লগ পোস্টে জানিয়েছেন,”স্থানীয় ব্যবসায়গুলো আমাদের সম্প্রদায়ের শক্তি বৃদ্ধি করে আর আমাদের নতুন কর্মসংস্থানের ৬০ শতাংশের বেশি এখান থেকে তৈরি হয়।”
মর্নিং কনসাল্ট নামের এক নামের একটি প্রযুক্তি ও মিডিয়া ৫ হাজার জন প্রাপ্ত বয়স্ক যুবকদের উপর একটি জরিপ চালিয়েছে। তাদের এই জরিপে পাওয়া তথ্য সমূহ হতে জানা যায় যুক্তরাষ্ট্রের প্রতি ৪ জনের একজন ফেসবুকের মাধ্যমে চাকরি সন্ধান করেন বা চাকরি পান।
অ্যালেক্স হিমেল তার ব্লগ পোস্টে আরও জানান, ” যুক্তরাষ্ট্র ও কানাডায় ফেইসবুকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ শুরুর পর আমরা মোবাইল ফোনে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ব্যবস্থাপনা আর ইন্টারভিউ নেওয়ার সময় নির্ধারণ করে এমন প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন ফিচার তৈরি করেছি।”
যেসব ফেসবুক ব্যবহারকারী চাকরির সন্ধান করবেন তারা যে সকল পদে আগ্রহী সে সকল পদের চাকরির বিষয়ে বার্তা পাওয়ারও ব্যবস্থা করা যাবে। চাকরির সন্ধান করার জন্য ফেসবুক ডট কম/ জবস ড্যাশবোর্ডে যেতে হবে।
যে ৪০ টি দেশে এই ফিচার থাকবে তার মধ্যে বাংলাদেশও থাকার সম্ভাবনা রয়েছে বলে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন। কারন ঢাকায় ফেসবুকের দ্বিতীয় সর্বোচ্চ একটিভ ব্যবহারকারী রয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / এস এস ।
Leave a Reply