
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ফেসবুকে ধর্মীয় বিদ্বেষ ছড়ালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।শনিবার (২৪ আগস্ট) রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দিরের জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, ধর্মীয় বিদ্বেষের ব্যাপারে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, করবে। ধর্মীয় বিদ্বেষ ছড়ালে কিন্তু আমাদের আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে, আগামীতেও নিবে। কারণ, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সবার দেশ। এখানে মুসলিম-হিন্দুসহ সকল ধর্ম যথাযথ মর্যাদায় তাদের ধর্ম পালন করবে। কেউ কারো ধর্মে বাধা সৃষ্টি করবে না। সবাই ভাই-ভাইয়ের মতো থাকবে।জন্মাষ্টমীর অনুষ্ঠানে যাওয়া হিন্দুদের উদ্দেশ্য আসাদুজ্জামান খাঁন বলেন, আপনারাও কোনো রকম ধর্মীয় বিদ্বেষে যাবেন না। সবাই মিলেমিশে থাকবেন। আপনাদের পাশে আমাদের পুলিশ ভাইয়েরা আছেন। আপনারা আপনাদের মতো ধর্ম পালন করুন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply