
শামীম হোসেন, গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলা সদরের চাঁচকৈড় বাজারের অবস্থিত আনোয়ার হোসেন চক্ষু ও জেনারেল হাসপাতালের ১২১ তম ফ্রি মেডিক্যাল ক্যাম্প উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্টানের ব্যবস্থাপক ডাঃ মোহাম্মাদ আলী। আয়োজিত সংবাদ সম্মেলনে ১২১ তম ফ্রি চক্ষু মেডিক্যাল ক্যাম্পের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে চক্ষু রোগ
বিশেষজ্ঞ,সার্জন-কনসালটেন্ট ডাঃ মোহাম্মাদ আলী জানান, চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল ও কলেজ মাঠে বড় পরিসরে অনুষ্টিত হয় ওই ফ্রি ক্যাম্প। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা চলেছে সেবা কার্যক্রম। সেখানে অন্তত ১০জন বরেন্য চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার রোগীদের সেবা প্রদান করেন। ওই ক্যাম্পের মাধ্যমে প্রায় ১ হাজার রোগীকে সেবা প্রদান করা হয়েছে। যারা দরিদ্র,অতিদরিদ্র তাদের
মাঝে ১লক্ষ টাকার ওষুধ,১লক্ষ টাকা সমমানের চশমা ফ্রি প্রদান করা হয়েছে। এ ছাড়াও যাদের চোখে ছানি,নেত্রনালী,টেরিজিয়াম বা চোখের পর্দাসহ অপারেশন প্রয়োজন এমন ২শ জন রোগীকে নামমাত্র মুল্যে অপারেশন সেবা প্রদান করা হয়েছে। সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে ডাঃ মোহাম্মাদ আলী জানান,তার পিতা সমাজসেবক ও সাবেক জনপ্রতিনীধি আনোয়ার হোসেনের নামে প্রতিষ্টিত বেসরকারী এ হাসপাতালটি ২০১৭ সাল থেকে চলনবিল অধ্যুষিত এলাকার মানুষের সেবা প্রদান করে আসছে।
ইতোমধ্যে গুরুদাসপুর,বড়াইগ্রাম,তাড়াশ,সিংড়া,চাটমোহর উপজেলাগুলোতে ১২০টি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ১৮ হাজার চক্ষু রোগীদের সেবা প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, টাকার অভাবে চলনবিল এলাকার একটি মানুষেরও যেন চোখের আলো নিভে না যায়। জনসচেতনতা সৃষ্টি,চক্ষুসেবা মানুষের দোড়গড়ায় পৌছে দিতেই এমন মেডিক্যাল ক্যাম্পের আয়োজন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply