
ডাকাতির অভিযোগে ঢাকার দক্ষিণখানে এক ব্যক্তিকে আটক করা হয়েছিলো। তার নাম জহিরুল ইসলাম। তার দলের অন্য সদস্যদের ধরতেই তাকে নিয়ে দিয়াবাড়িতে অভিযান চালানো হয়।
আটক ব্যক্তি সেখানেই কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর দক্ষিণখানের দিয়াবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে বলে দক্ষিণখান থানার ওসি দাবী করেছেন।
পুলিশের ভাষ্য, নিহত জহিরুল ইসলাম (৩৫) একটি ডাকাত দলের নেতৃত্বে দিয়ে আসছিলেন।
দক্ষিণখানের মোল্লারটেক রোডের এক বাসায় বৃহস্পতিবার দুপুরে ডাকাতির ঘটনার পর জনতা ধাওয়া দিয়ে পাঁচজনকে ধরে ফেলে। ওই পাঁচজনের মধ্যে একজন ছিলেন জহিরুল।
ওসি জানান, ওই ডাকাত দলের অন্য সদস্যদের ধরতে জহিরুলকে নিয়ে শেষরাতে অভিযানে বের হয় পুলিশ।
“দক্ষিণখানের দিয়াবাড়ি এলাকায় গেলে সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা ডাকাত দলের অন্য সদস্যরা পুলিশের দিকে গুলি করে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জহিরুল গুলিবিদ্ধ হয়।”
পরে ‘অন্যরা পালিয়ে গেলে’ গুলিবিদ্ধ জহিরুলকে নিয়ে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply