
গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর নবগঙ্গা এলাকার পদ্মার ৫ নম্বর বাঁধের কাছে এক ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে দাবি করেছেন র্যালবের র্যাদব-৫-এর উপ-অধিনায়ক মেজর এস এম আশরাফুল ইসলাম।
উপ-অধিনায়ক মেজর এস এম আশরাফুল ইসলাম দাবি করেন, ভারত থেকে ফেনসিডিল আসছে—এমন সংবাদের ভিত্তিতে র্যালবের একটি দল গতকাল গভীর রাতে নবগঙ্গা এলাকার পদ্মার ৫ নম্বর বাঁধে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা র্যা বের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। র্যা বও পাল্টা গুলি করে।
এই বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।নিহত আবুল হাসান ওরফে হাসান ঘাটিয়াল নগরীর কর্ণহার থানার সোনাইকান্দি এলাকার বাসিন্দা।
আরো জানানো হয়, ‘৮ থেকে ১০ মিনিট গোলাগুলির একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও একজনকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
র্যা ব কর্মকর্তা ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি, ম্যাগাজিন ও ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধারের দাবি করেছেন।
মাদক ব্যবসায়ীরা সমাজের শত্রু। দেশের যুবসমাজকে এরা ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে নির্দ্বিধায়। এদের তাই কঠোর শাস্তির প্রয়োজন। যেন কেউ এ পথে আসার আগে দুবার ভাবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply