
বাবুগঞ্জ প্রতিনিধিঃবর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাবুগঞ্জে জাতীয় যুবসংহতি’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেন নেতা কর্মীরা। গতকাল বিকেল ৪ টায় বাবুগঞ্জ উপজেলা জাতীয়পার্টির কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আনন্দঘন পরিবেশে কেক কোটা হয়। এ সময় মুঠোফোনে বরিশাল ৩ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপু তাদের এ আয়োজনকে সফল ভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে শুভেচ্ছা জ্ঞাপন করেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন- বাবুগঞ্জ উপজেলা যুবসংহতি সাংগঠনিক ভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন- উপজেলার ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে সকল কমিটিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন।
এ সময় নেতাকর্মীরা শুভ শুভ শুভ দিন, যুব সংহতির জন্মদিন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পার্টি কার্যালয়। যুবসংহতির উপজেলা যুব সংহতির সহ সভাপতি মোঃ কবিরে হোসেনের সভাপতিত্বে ও চাঁদপাশা ইউনিয়নের যুব সংহতির সভাপতি মোঃ জসিম উদ্দীন খানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাপা সাধারণ সম্পাদক মোঃ বাবুল আকন। এ সময় আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন স্বপন, সাংগঠনিক আলাউদ্দিন রাজ। চাঁদপাশা ইউনিয়নের জাপা সভাপতি হারুন অর রশীদ, রহমতপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা,দেহেরগতি ইউনিয়নের জাপা সাধারণ সম্পাদক সবুজ খান, মাধবপাশা ইউনিয়নের জাপা সাধারণ সম্পাদক শাহজাহান বাদশা, উপজেলা যুবসংহতির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দেহেরগতি যুব সংহতির সভাপতি রাব্বি মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ রাসেল আকন, জাহাঙ্গীর নগর ইউনিয়নের যুবসংহতির সভাপতি এনামুল হোসেন কবির, সাধারণ সম্পাদক শামিম সরদার, মহিলা সভানেত্রী মিতু আক্তার, চাঁদপাশা ইউনিয়নের যুব সংহতির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান। কেদারপুর যুব সংহতির সভাপতি সুমন সরদার, ছাত্রসমাজের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাসুম হোসেন, ছাত্রসমাজ নেতা সুমন হোসেন শাওন, মেহেদী হাসান অর্নব প্রমুখ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply