
মিয়ানমার হতে আগত রোহিঙ্গাদের নিয়ে সৃষ্ট সংকটে যুক্তরাষ্ট্র রাজনৈতিক এবং মানবিক সহায়তার মাধ্যমে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসহকারী লিসা কার্টিসের সাথে ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের বেঠকে এই আশ্বাস দেন। ডোনালড ট্রাম্পের উপসহকারি লিসা কার্টিস একই সাথে হোয়াইট হাউসের নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক জ্যৈষ্ঠ পরিচালকও বটে।
এই বিষয়ে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস থেকে নিশ্চত করা হয়। পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের সময় লিসা কার্টিস আরো বলেন, বাংলাদেশ মিয়ানমার থেকে বিতারিত ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের গভীর প্রশংশা করেছেন। পররাষ্ট্র সচিব সে সময় যুক্তরাষ্ট্রে ইন্দো – প্রশান্ত মহাসাগরীয় বিষয়ে যুক্তরাষ্ট্রের কৌশল তুলে ধরতে অনুরোধ করলে লিসা কার্টিস এ বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও লিসা কার্টিসের সাথে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয়।
পরবর্তীতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যূরোর উপসহকারি মন্ত্রী অ্যালিস ওয়েলস এর সাথে পররাষ্ট্র সচিব সাক্ষাত করেন। ওয়েলস এ সময় রোহিঙ্গা ইস্যূ তুলে ধরে বলেন,মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন রোহিঙ্গা বিষয়ে সম্পূর্ণ অবগত রয়েছেন। নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার তিনি বাংলাদেশের প্রশংসা করেন।
সবশেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা,শরণার্থী ও অভিবাসন বিষয়ক ব্যূরোর ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী মার্ক স্ট্রোরেলার সাথে পররাষ্ট্র সচিব সাক্ষাত করেন। রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ কে সমর্থনের জন্য সচিব অভিনন্দন জানান। মার্ক স্টোরেলা সে সময় বলেন,রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা অব্যাহত রাখবে।
সুত্রঃ ইউএনবি।
Leave a Reply