
সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, মঙ্গলবার দেশের কোথাও চাঁদ দেখা যায়নি।
আজ বুধবার শাবান মাসের ৩০ তারিখ। ১ রমজান শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে।সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার (১৭ মে) দেশটিতে রোজা শুরু হচ্ছে। খবর খালিজ টাইমস।
সাধারণত সৌদি আরবে চাঁদ দেখা দিলে তার পরের দিন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সেই হিসাবে বাংলাদেশে আগামী শুক্রবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।
হিজরি সনের রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে সারা বিশ্বের মুসলমানরা। এটি মূলত সিয়াম সাধনার মাস। এই পুরো সময়টা জুড়ে মুমিনেরা নিজেদের সংযত রাখেন খারাপ কাজ করা, কিংবা সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হয় এমন কিছু থেকে।
ঈদুল ফিতর উদযাপন করা হয় পুরো এক মাস রোজা রাখবার পরই।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply