
ভারতে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তাদের দলীয় নেতা-কর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য ও কাজ করেছে। কিন্তু এবার বিজেপির এক নেতা যে মন্তব্য করেছে সেটা শিষ্টাচারের চরম লঙ্ঘন। বাংলাদেশ কে নিয়ে চরম ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন আসামের বিজেপির রাজ্য নেতা ও আসামের রাজ্যসভার এমএলএ শিলাদিত্য দেব।
সোমবার তিনি আসামের স্থানীয় একটি টিভি চ্যানেলে বন্ধুপ্রতীম রাষ্ট্র বাংলাদেশ কে নিয়ে শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করে বলেন,’বাংলাদেশ সৃষ্টি করাই ছিল একটি বিরাট ভুল। বিগত দশকগুলোতে আসামে মুসলমানদের যে আগমন ঘটেছে তা এই ভুলের কারণেই হয়েছে।’
আসাম বিজেপির এই গুরুত্বপূর্ণ রাজ্য নেতা আরও বলেন, ‘৭১ সালে যখন তৎকালীন পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে (ভারতের) প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভুল করেছিলেন। নতুন জন্ম নেয়া বাংলাদেশকে ভারতের অংশ হিসেবে দখল করে নেয়নি কংগ্রেস সরকার। যদি তখন এটিকে ভারতের অংশ করে নেয়া হতো তাহলে ভুলের মাশুলটা আদায় হতো।’
তার এই বক্তব্যের পর বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। একটি স্বাধীন ও বন্ধুপ্রতীম রাষ্ট্র কে নিয়ে পাশ্ববর্তী কোন রাজ্যের নেতা এ রকম মন্তব্য করতে পারেন না বলে বলছেন বাংলাদেশের নাগরিকেরা। তার এই মন্তব্যের পরই ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমে খবর টি ছড়িয়ে পরে। বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে শিলাদিত্যেরর এই মন্তব্য চরম সীমালঙ্ঘন। গতকাল সারাদিন ফেসবুকে বিভিন্ন জন তার এই বক্তব্য শেয়ার করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
কিন্তু যিনি মন্তব্য টি করেছেন তিনি এখনও তার অবস্থানে থেকে ই নিজ বক্তব্য কে সমর্থন করে যাচ্ছেন। তার বিতর্কিত এই মন্তব্যের পর ভারতের শীর্ষ স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তার সাথে যোগাযোগ করলে তিনি তার বক্তব্যে অটল থাকেন এবং তিনি পুনরায় আবারও বলেন, ‘রাজ্যের (আসাম) জনসংখ্যার চিত্র বদলে যাবার পেছনে মূলত প্রতিবেশি দেশটি থেকে মুসলিমদের আগমনই দায়ী।’
এখন ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় নেতারা কি করেন সেটি দেখার বিষয়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply