
রুবেল সরদার,বাবুগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফের চাল পাবে বাবুগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়ন পরিবার প্রতি ১৫ কেজি করে ঈদের আগেই এ চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে। রবিবার উপজেলার রহমতপুর ইউনিয়নের ১১ শত ৫৬ জন পরিবারের মধ্যে এ চাল বিতরন বিতরণ কার্যক্রম শুরু হয়। সকাল ১১ টায় রহমতপুর ইউনিয়ন পরিষদে এ চাল বিতরন কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার ও রহমতপুর ইউপি চেয়ারম্যান
মোঃ সরোয়ার মাহমুদ। এ সময় ট্যাগ অফিসার সহকারী শহিদুল ইসলাম, সংশ্লিষ্ট ইউপি সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রহমতপুর ইউনিয়নের খানপুরা গ্রামের মাহিনুর বেগম (৩৫) ও মালেক মিয়া (৫০) বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার আমাদের পরিবার প্রতি ১৫ কেজি করে চাল দিচ্ছে। আমরা ১৫ কেজি করে চাল পেয়েছি। এসময় তারা আরো বলেন বর্তমান চেয়ারম্যান সরোয়ার মাহামুদ সঠিক ওজন মতে চাল বিতরণ করায় আমরা গরীব-অসহায় মানুষরা অত্যান্ত খুশি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply