
সিরিয়ার আফরিনে কুর্দি সেনাদের উপর বিমান ও স্থল হামলা শুরু করেছে তুরস্ক। অাফরিনে যুদ্ধ করতে গিয়ে গত সপ্তাহে শত্রুপক্ষের হামলায় মারা যান ৮ তুর্কি সেনা। গত শুক্রবার তাদের রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন করা হয়। যে ৮ তুর্কি সেনা মারা গেছেন তার মধ্যে একজন ছিলেন সদ্য বিবাহিত। তিনি তার বাসর ও বৌভাতের প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু তুর্কি সেনাবাহিনী আফরিনে হামলা করার প্রস্তুতি শুরু করলে তিনি তার বাসর ও বৌভাতে অনুষ্ঠান স্থগিত করে যুদ্ধে যান। গত দুইমাস যুদ্ধ করার পর তিনি গত বৃহস্পতিবার মারা যান।
সিরিয়ার আফরিনে ৩০ হাজার কুর্দি যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র, এই খবর ফাঁস হওয়ার পর নড়েচড়ে বসে তুরস্ক সরকার। দীর্ঘদিন যাবত কুর্দি গেরিলা বাহিনী ওয়াইপিজি কে সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করছে তুরস্ক। যুক্তরাষ্ট্র তাদের প্রশিক্ষণের খবর প্রকাশ হওয়ার সাথে সাথে তাদের শুরুতেই বিনাশ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন এরদোগান।
আফরিনের এই অভিযানে এখন পর্যন্ত তুর্কি বাহিনীর ৪১ সেনা মারা গেছে। ওয়াইপিজির মারা গেছে শতাধিক যোদ্ধা। গত বৃহস্পতিবার ওয়াপিজির হামলায় এক সাথে ৮ তুর্কি সেনা মারা যায়। গত শুক্রবার তাদের কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তাদের জানাজায় সামিল হয় হাজার হাজার সাধারণ মানুষ। তাদের কে শহীদ অাখ্যা দিয়েছে সে দেশের সরকার ও সেনাবাহিনী।
জানাজা অনুষ্ঠানে নিহত যোদ্ধাদের শেষ বক্তব্য তুলে ধরা হয়। বুরহান আকিকল নামের এক যোদ্ধার আত্মীয়রা বলেন যুদ্ধে যাওয়ার আগে বুরহান বলেন”আমি যাচ্ছি শহীদ হতে।”
জানুয়ারির ২০ তারিখ থেকে ওয়াইপিজির বিরুদ্ধে তুরস্কের দেশের সীমান্ত পেরিয়ে হামলা শুরু করার পর থেকে গত বৃহস্পতিবার ছিল তুর্কি বাহিনীর জন্য সবচেয়ে খারাপ দিন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply