
শুক্রবার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার কথা ছিল নয়াপল্টনে, কেন্দ্রীয় কার্যালয়ে। এই দিন দলের সিনিয়র নেতাকর্মীরা কালো পতাকা ধারণ করেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির এই কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কারাবন্দি গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুর রায় চৌধুরী আহত হয়েছেন। পরে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, কর্মসূচি পালনকালে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে আহত হন নিপুর রায়। বিএনপি আরো দাবি করে, পুলিশ কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে সেখানে অবস্থানরত নিপুর রায় আহত হন। তখন তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। দলটির নেতারা দাবি করেন, কর্মসূচি পণ্ডকালে ডিবি পুলিশ সদস্যরা বিএনপির অর্ধ-শতাধিক নেতাকর্মীকে আটক করেছেন। আহত হয়েছেন নিপুর রায় ছাড়াও ১৫-২০ জন।
কর্মসূচি আহবান করা হয়েছিল এগারোটায়। বেলা ১১টায় কর্মসূচি আহবান করা হলেও সকাল ৯টা থেকে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকেন। সেখানে ভীড় বাড়তে থাকে ক্রমশই। একপর্যায়ে নেতাকর্মীরা কার্যালয়ের বাইরে অবস্থানের চেষ্টা করলে পুলিশ ওয়াটার ক্যানন ছোঁড়ে। পরে পুলিশের বাধায় জড়ো হওয়া নেতাকর্মীরা সরে গিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে সেখানে পুলিশ ধাওয়া দিয়ে নেতাকর্মীদের দলীয় কার্যালয়ের ভেতর পাঠিয়ে দেয় পুলিশ। এ সময় বেশ ক’জন নেতাকর্মীকে গ্রেফতারও করা হয়।
এ বিষয়ে পুলিশের ভাষ্য, বিএনপি তাদের কর্মসূচিতে কারো কোনো অনুমতি নেয় নি। অনুমতি ছাড়া রাস্তায় এভাবে দাঁড়িয়ে থেকে রাস্তা ব্লক করা আইনত বে আইনী। এরপর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, তাদের পুরো কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে পুলিশের বাধায় তীব্র নিন্দা জানান তিনি। তিনি আরও বলেন, রাস্তায় শান্তিপূর্ণ ভাবে দাঁড়িয়ে সমাবেশ করা, এটি খুবই মৌলিক অধিকার। একে ‘ফান্ডামেন্টাল রাইট’ বলে আখ্যা দেন তিনি। প্রশ্ন করেন, এই মৌলিক অধিকারের জন্য অনুমতি নিতে হবে কেন? ফখরুল ইসলাম দাবী করেন, তারা রাস্তা ব্লক করেন নি। ফুটপাতে দাঁড়িয়ে শান্তিপূর্ণ কর্মিসূচি পালন করছিলো বিএনপি। এরপর তিনি খালেদা জিয়ার দ্রুত মুক্তির দাবী জানান।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply