
শনিবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নয়াপুর এলাকায় ঢাকা বাইপাস সড়কের সংস্কার কাজের উদ্বোধন শেষে যোগাযোগ মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না, সেটা বিএনপির সিদ্ধান্তের ব্যাপার। বিএনপি নির্বাচনে এলে স্বাগত, না এলে তাতেও আমাদের কিছু করার নেই। নির্বাচন নির্বাচনের প্রক্রিয়ায় এগিয়ে যাবে। নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। মন্ত্রী প্রশ্ন রাখেন, প্রতিবেশী ভারতসহ পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রী পদত্যাগ করে নির্বাচন দেন সেই দৃষ্টান্ত দেশবাসীর কাছে তারা (বিএনপি) নিয়ে আসুক। অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচনকালীন সরকার যেভাবে থাকে ঠিক সেভাবেই বাংলাদেশে থাকবে, রুটিন ওয়ার্ক করবে।
মন্ত্রী আরো বলেন, নির্বাচনের সময় সরকারের মেজর কোন ডিসিশন নেয়ার সুযোগ নেই। শেখ হাসিনা সরকার এখানে নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সহযোগিতা করবে। যেসব মন্ত্রণালয় ইলেকশনের সঙ্গে সম্পৃক্তি সেগুলো ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে চলে যাবে। এখানে সরকারের কোন দায়দায়িত্ব নেই। সরকার ইচ্ছে করলেও হস্তক্ষেপ করতে পারবে না। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করার দরকার তা করবে। নির্বাচন কমিশন যে ধরনের সহায়তা চাইবে শেখ হাসিনার সরকার তা দিতে প্রস্তুত রয়েছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি অভিযোগের জন্য অভিযোগ করছে, নালিশের জন্য নালিশ করছে। তারা আন্দোলন করতে গিয়ে জনগণের সাড়া না পেয়ে এখন নালিশ ছাড়া তাদের কোন ক্যাপিটেল নেই। তাদের এখন একটি কাজ নালিশ করা। দেশের মানুষের কাছে তারা নালিশ করে না। নালিশ করে বিদেশীদের কাছে। তিনি বিএনপিকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, বিদেশীদের কাছে নালিশ না করে জনগণের কাছে নালিশ করুন। জনগণ যদি নির্বাচনে আমাদের না চায় আমরা তো জোর করে ক্ষমতায় থাকতে পারব না। জনগণের রায় নিন। জনগণের কাছে যান। বিদেশীদের কাছে নালিশ করে দেশকে ছোট করবেন না। তিনি বলেন, আমাদের গণতন্ত্রের ভাগ্য আমাদের ঠিক করতে হবে। জনগণ আমাদের দেশের গণতন্ত্রের ভাগ্য নির্ধারণ করবে।
ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা জিয়াকে যদি উচ্চ আদালত সাজা মওকুফ করেন তবে আমাদের কিছু করার নেই। বেগম জিয়ার বিষয়টি আদালতের এখতিয়ার। সেখানে আমাদের কিছু করার নেই। এই মামলাগুলো তত্ত্বাবধায়ক সরকারের আমলের, আওয়ামী লীগ সরকারের নয়। এই মামলাগুলো বিচারাধীন রয়েছে। মামলা নিয়ে অহেতুক মন্তব্য করতে চাই না। বিএনপি যে শর্ত দিয়েছে এটা কার ওপর দিচ্ছে। নির্বাচন কি আদালত পরিচালনা করবে। খালেদা জিয়াকে মুক্তি দেয়া; এটা সরকার কি আদালতকে বলতে পারে? তাহলে বিচার বিভাগের স্বাধীনতার দাবি কেন বিএনপি বারবার করছে?
বিএনপি এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করে নি।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply