
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সড়ক দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এর মধ্যে দূরপাল্লার যানে বিকল্প চালক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
অন্য সব নির্দেশের মধ্যে রয়েছে পরিবহনের চালক ও সহকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, রাস্তার মাঝে চালকদের বিশ্রামের ব্যবস্থা রাখা, অনিয়মতান্ত্রিকভাবে রাস্তা পারাপার বন্ধ করা, সিগন্যাল দিয়ে পারাপার করা, সিট বেল্ট পরানো নিশ্চিত করা।
বিকল্প চালকের ব্যবস্থা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত নিয়ম হচ্ছে, দূরের যাত্রায় একজন চালক যেন একটানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি না চালান।
প্রধানমন্ত্রী এসব বিষয় তদারকির জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি জানান, ঈদের পর বেশ কিছু সড়ক দুর্ঘটনার প্রেক্ষাপটে প্রাণহানির ঘটনা নিয়ে বৈঠকে আলোচনা হয়।
যখন মন্ত্রিসভার বৈঠক চলছিল, তখনো টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।এ সভায় সার (ব্যবস্থাপনা) (সংশোধন) আইন-২০১৮-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এতে নিবন্ধন ছাড়া সার উৎপাদন, বিক্রি ও বিপণন করার জন্য সাজা বাড়ানো হয়েছে। বিদ্যমান আইনে ছয় মাস কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। এখন প্রস্তাবিত আইনে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
সড়ক দুর্ঘটনা ক্রমশই অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে। প্রতিদিনই বিভিন্ন জায়গায় দুরঘটনায় হতাহতের খবর পাওয়া যাচ্ছে।এ অবস্থা থেকে পরিত্রান পেতে এখনই কার্যকরী পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আইনের প্রয়োগ করতে হবে। সেই সাথে বাড়াতে হবে জনসচেতনতা।
তবেই এ অবস্থা থেকে মুক্তি পাবে সাধারন জনগন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply