
চাকা ফেটে গেলেও বিমানের ৬৬ যাত্রী প্রাণে রক্ষা পেয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে রাজধানীর হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে।
জানা গেছে, আজ শুক্রবার বিকাল ৪টার দিকে জরুরি অবতরণ করে বাংলাদেশ বিমানের ঢাকা-সিলেট রুটের একটি ফ্লাইট । উড্ডয়নের সময় এর চাকা ফেটে যায়। তখনই ফ্লাইটটিকে বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিমান বাংলাদেশের সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, উড্ডয়নের সময় ঢাকা-সিলেট রুটের বিমানটির চাকা ফেটে যায়। ফলে এটির জরুরি অবতরণ করানো হয়। বিমানের ৬৬ জন যাত্রীর সবাই নিরাপদে আছেন। এছাড়া চাকা পরিবর্তন ও চেকআপের জন্য বিমানটি হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হচ্ছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply