
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবীরা “জিয়া অরফানেজ ট্রাস্ট” দুর্নীতি মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন আগামী বৃহস্পতিবার। আইনজীবীরা বলছেন, নিম্ন আদালতের রায়ের ‘সার্টিফায়েড কপি’ কাল বুধবার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জানিয়েছেন, প্রথমে রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হবে তারপর জামিন আবেদন করা হবে। উক্ত আইনজীবীর মতে বিএনপি চেয়ারপারসন “জিয়া অরফানেজ ট্রাস্ট” মামলায় জামিন পাওয়ার যোগ্য। কেননা খালেদা জিয়ার এই মামলায় সাজার মেয়াদ কম। তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী । তাছাড়া জামিন পাওয়ার ক্ষেত্রে তিনি একজন নারী, স্বাস্থ্যগত তাঁর বয়স বিষয়টি আদালতের বিবেচনার বিষয় হবে। ফলে জামিন পাওয়া নিয়ে এই মামলায় তারা চিন্তিত নন।
ওই আইনজীবীর মতে, আদালতে খালেদা জিয়াকে কয়েকটি মামলায় হাজির হতে বলা হয়েছে । সরকার চাচ্ছে না খালেদা জিয়া কেবল জিয়া অরফানেজ মামলায় জামিন পেয়ে বেরিয়ে যাক। বিভিন্ন মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখিয়ে রাষ্ট্রপক্ষ তাঁর কারাবাস দীর্ঘ করতে পারে বলে তাঁর ধারণা।
জানতে চাইলে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, তাঁদের মনে হচ্ছে আদালতের যারা নকল দিবেন তাদের মধ্যে ভীতি কাজ করছে। কেননা নকল পাওয়ার যুক্তিসংগত সময় অতিবাহিত হয়েছে। এখন মনে হচ্ছে গড়িমসি করা হচ্ছে। তিনি বলেন, তাঁরা আপিল আবেদনের জন্য সব প্রস্তুতি শেষ করে রেখেছেন। যেদিন নকল পাবেন সেদিন বা তার পরের দিন আপিল আবেদন করতে পারবেন।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply