
গত কয়েকদিন ধরে র্যাভব ও পুলিশের তৎপরতায় আটক হচ্ছে মাদক ব্যবসায়ী এবং এর সাথে সম্পৃক্ত চুনোপুঁটিরাও। বন্দুক যুদ্ধে ইতোমধ্যেই নিহত হয়েছে বেশ কয়েকজন।
মঙ্গলবার রাজধানীর ভাষানটেক দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র্যাহব। মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন- আতাউর রহমান আতাসহ (৪৬), বাপ্পি (৩৮) ও মোস্তফা হাওলাদার ওরফে কসাই মোস্তফা (৫০)।
র্যা ব-৪ এর অধিনায়ক চৌধুরী মঞ্জুর কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন খবর পেয়ে রাতে লোহার ব্রিজ এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। টের পেয়ে মাদক বিক্রেতারা র্যাোবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যারবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে তিন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিদিনই র্যা বের ক্রসফায়ারে প্রাণ হারাচ্ছে মাদক ব্যবসায়ী। র্যা বের ভাষ্য, ওরা তাদের উপস্থিতি টের পেলেই গুলি ছুড়ছে। আত্মরক্ষার জন্য র্যা ব কিংবা পুলিশকেও পালটা গুলি ছুড়তে হচ্ছে। এতেই নিহত হচ্ছে মাদকব্যসায়ীরা।
তবে এদেরকে হাতানাতে ধরে আইনের আওতায় নিয়ে আসা গেলে এদের পেছনে থাকা মাদক সম্রাটদের খোঁজ পাওয়া যেত। পাওয়া যেতে পারত গোপন তথ্যাবলি, যা পরবর্তীতে সাহায্য করতো এ ধরনের অভিযানে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply