
ঘটনাটি রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকার। রবিবার বিকেলে ভাড়াটিয়া সেজে বাসায় বৃদ্ধ দম্পতিকে অচেতন করে মুল্যবান জিনিসপত্র লুটের ঘটনা ঘটেছে।
ওই দম্পতির ছেলে মো. আমিনুল ইসলাম জানান, গত শনিবার কয়েকজন মহিলা বাসা ভাড়ার কথা বলে বাসায় আসেন। এক দম্পতি বাসায় থাকবে বলে ওইদিন তারা সেদিন চলে যান। রবিবার আমি যাই কর্মস্থলে। আমার স্ত্রী সন্তান ঈদের আগে গ্রামের বাড়ী গিয়েছে। বাসায় ছিল বাবা-মা। এই ঘটনার সংবাদ শুনে এসে দেখি বাসায় দু’জন অচেতন অবস্থায় পরে আছে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
অচেতন অবস্থায় ওই দম্পতিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে বৃদ্ধা সাহেরা বেগমকে (৬০) সন্ধ্যা ৭টায় ও তার স্বামী হাজী আব্দুস ছাত্তারকে (৭৫) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
প্রতিবেশীদের বরাত দিয়ে আমিনুল ইসলাম আরো বলেন, বিকালে ৪/৫ জন মহিলা বাসায় আসেন। তাদের দু’জনকে মাথায় মেহেদী দিয়ে দেন। অনেক সময় তারা বাসায় ছিল। পরে তারা কোন ফাঁকে চলে গেছে, তা তারা খেয়াল করেননি। এক পর্যায়ে ওই বাড়ি নিরব দেখে তাদের ডাকতে গিয়ে প্রতিবেশিরা দেখেন বৃদ্ধ দম্পতি দুই রুমে অচেতন অবস্থায় পরে আছে। মালামাল এলোমেলো।
ঘরের কি জিনিস খোয়া গেছে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, ঘরের থেকে কি খোয়া গেছে তা বাসায় না গেলে কিছু বলা যাবে না।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক মো. বাবুল মিয়া। তিনি বলেন, ওই দম্পতির একজন মারা গেছেন, আরেকজন ভর্তি রয়েছে।
ময়নাতদন্তের জন্য মৃতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই দম্পতির বাড়ি বি-বাড়ীয় জেলার নবীনগর উপজেলার তাদের গ্রামের বাড়ী।
ঈদের সময় চুরি-ডাকাতি লুটপাটের ঘটনা হরহামেশাই ঘটে থাকে। তবে কিছুটা সচেতন হলেই এ অবস্থা থেকে অনেকাংশে মুক্তি পাওয়া সম্ভব। বাড়ি ভাড়া দেবার সময় কিংবা বাসায় অপরিচিত কাওকে প্রবেশের পূর্বে তাঁর সম্পর্কে খোঁজখবর নিয়ে নিশ্চিত হওয়া উচিৎ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply