
জালিয়াতির মাধ্যমে সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি ব্যাংকে চাকরি দেয়ার নামে মানুষের কাছ থেকে টাকা নিত একটি চক্র। এমন একটি চক্রকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ডিবি দক্ষিণের সদস্যরা।
শুক্রবার দিবাগত রাতে পল্লবী থেকে পল্লবী থেকে ভুয়া নিয়োগপত্র প্রদানকারী চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ডিবি দক্ষিণ বিভাগের ধানমন্ডি জোনাল টিমের এই অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহসান খান।
পল্লবী ডিওএইচএসের মেহজাবিন প্রোপার্টিজ প্রা. লি. অফিসে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শাহিনুর আলম, মো. সাহিদ আল ইসলাম, মোঃ সেলিম, সেলিম হোসেন, মো. জিবারুল ইসলাম।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, কারা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মহিলা ও শিশু অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের ভুয়া নিয়োগপত্রসহ ভুয়া সিল, বিভিন্ন ব্যাংকের চেকবই, বিভিন্ন প্রার্থীর চাকরির আবেদন, ভুয়া আইনজীবীর ভিজিটিং কার্ড, একটি ল্যাপটপ, একটি সিপিইউ ও একটি প্রিন্টার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply