
আজ রোববার দুপুরে দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলমের নেতৃত্বে একটি দল রাজধানীর সেগুনবাগিচা থেকে ভূমি মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা কুতুব উদ্দিন আহামেদকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।ভুয়া আমমোক্তারনামার দেখানোর অপরাধে তাঁকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রণব কুমার ভট্টাচার্য বলেন, কুতুব উদ্দিন আহামেদ ভুয়া আমমোক্তারনামা দেখিয়ে রাজধানীর গুলশানে ১০ কাঠা জমির একটি প্লট তাঁর নিজের শ্বশুরসহ আরো কয়েকজনের নামে হস্তান্তর করেন। দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে আজই গুলাশন থানায় এ ব্যাপারে মামলা করেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা মির্জা জাহিদুল ইসলাম কুতুব উদ্দিনকে গ্রেপ্তার করেছেন।
ভূমি মন্ত্রণালয়ের বক্তব্যঃ
কুতুব উদ্দিনকে গ্রেপ্তারের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘আজ বিভিন্ন মিডিয়ায় প্রচারিত সংবাদে দেখা গেছে ভূমি মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা কুতুব উদ্দিন আহামেদ এর পদবি ভূমি মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা উল্লেখ করে প্রচারিত হচ্ছে। যা আদৌ সঠিক নহে। প্রকৃত পক্ষে কুতুব উদ্দিন এর পদবি ভূমি মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা হবে। বিষয়টি সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে প্রেরণ করা হলো।’
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply