
কিশোরগঞ্জের ভৈরবের ‘সন্ত্রাসী’ শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাওনের বাড়ি শহরের ভৈরবপুর এলাকায়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ‘শাওন ও বিজন তারা দুই ভাই ভৈরবের শীর্ষ সন্ত্রাসী এবং তারা মাদক ব্যবসা, ভূমি দস্যুতাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। দুজনের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন যাবত পলাতক ছিল।’
তবে শাওনকে পুলিশ গ্রেপ্তার করলেও বিজন পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে বলে জানান ওসি।
প্রসঙ্গত, একটি তুচ্ছ ঘটনা নিয়ে শুক্রবার রাতে ব্যবসায়ী বদিউজ্জামান বদিকে শাওন ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এছাড়া গ্রেপ্তার শাওন ও তার ভাই পলাতক আশরাফুল আলম বিজন শনিবার তার এক চাচা ইকবালকে মারধর করে আহত করেন বলে জানায় পুলিশ।এই দুই ঘটনায় রবিবার পৃথকভাবে দুইজন বাদী হয়ে থানায় দুটি মামলা করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply