
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে ছবি তোলায় নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে যেতে পারেন বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ঐক্যফ্রন্ট আয়োজিত সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিশিষ্ট আইনজীবী এ কথা বলেন।
ড. কামাল বলেন, ‘এটা একটা নৈতিক ব্যাপার। যে দেশে আইনের শাসন রয়েছে, সেখানে এ ধরনের নিষেধাজ্ঞা অপ্রাসঙ্গিক। সবাই একই কথা বলছে। আমিও মনে করি, সাংবাদিকদের জন্য এ ধরনের নিষেধাজ্ঞা উচিত না। এ বিষয়ে আমরা আদালতে যেতে পারি।’
সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply