
ভোলায় বিএনপি জোটের শীর্ষ নেতা বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে ধানের শীষ প্রতীক না দেয়ার দাবি জানিয়ে শুক্রবার রাতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
পরে দলীয় অফিসে এক সমাবেশে নেতারা এবার বিএনপিদলীয় প্রার্থীকে ধানের শীষ প্রতীক দেয়ার দাবি জানান। এর ব্যতিক্রম হলে টানা আন্দোলন করা হবে বলেও উল্লেখ করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, যুবদল নেতা তরিকুল ইসলাম কায়েদ, যুবদল নেতা কবির হোসেন, সাবেক ছাত্রদল সভাপতি খন্দকার আলামিন।
অপরদিকে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে বৈধ ঘোষণা হওয়ায় অভিনন্দন জানান তাকে।
আন্দোলনকারী খন্দকার আলামিন যুগান্তরকে জানান, ২০০৮ সালের নির্বাচনে ভোলা-১ আসন থেকে বিএনপিদলীয় প্রার্থীকে বাদ রেখে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান জোট নেতা পার্থকে মনোনয়ন দিলে বিএনপির নেতাকর্মীরা তার পক্ষে জীবনবাজি রেখে কাজ করেন। তাতে পার্থ বিজয়ী হন। কিন্তু তিনি নির্বাচিত হওয়ার পর বিএনপির বিরোধিতা করেন। এতে দলীয়ভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে তারা এবার বিজেপিকে এ আসন ছাড় দিতে নারাজ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply