
বিএনপি নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া বুধবার শেষ করেছে। এরপরই দলটি প্রার্থী চূড়ান্ত করার কাজ শুরু করবে। প্রার্থী বাছাইয়ের সাক্ষাৎকার পর্বে মনোনয়নপ্রত্যাশীদের বেশ কিছু নির্দেশনা দিয়েছে দলটি। মূলত নেতাদের নির্বাচনকেন্দ্রিক কর্মকাণ্ড কী হবে, সে বিষয়ে বার্তা দিতে এবার সাক্ষাৎকার পর্বকে বিশেষ গুরুত্ব দিয়েছে দলটি। এ পর্বে কোনো মনোনয়নপ্রত্যাশীকে সরাসরি ‘সবুজসংকেত’ দেওয়া হয়নি। তাই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণার জন্য অপেক্ষা করতে হচ্ছে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের বিষয়টি অনেক আগে থেকে ঠিক করে রাখা। আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে যাবে, এটাও বেশ আগের সিদ্ধান্ত। গত প্রায় এক দশক ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, এ কারণেই জনপ্রিয় ও কর্মঠ নেতাদেরই মনোনয়ন দেবে দল। এ ছাড়া জাতীয় ঐক্যফ্রন্ট ও জোটের নেতাদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি নিশ্চিত করার পর বিএনপি আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থীর নাম ঘোষণা করবে। এ কারণেই মনোনয়নপ্রত্যাশীদের অপেক্ষার পালা এবার একটু দীর্ঘ।
বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সাংগঠনিক কাঠামো অনুযায়ী ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। এরপর ফরিদপুর বিভাগ ও বেলা তিনটার পর ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। সন্ধ্যার পরও গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলছিল।
বিএনপির অপর একটি সূত্র বলছে, মনোনয়নের প্রক্রিয়া আজ শেষ হচ্ছে। তবে এই প্রক্রিয়া কেমন হবে, তা আগেই ঠিক করে রাখা। নির্বাচনের মাঠ না ছাড়তে এবং দল থেকে মনোনীত প্রার্থীর হয়ে কাজ করার জন্য মনোনয়নপ্রত্যাশীদের বার্তা দিয়েছে দল। এ ছাড়া কেউ যেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত না নেন, সে বিষয়েও সবাইকে সতর্ক করা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ সাহাজুল ইসলাম
Leave a Reply