
কামরান আহমেদ রাজীব কুষ্টিয়া প্রতিনিধিঃ দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়াড় ছাতারিপাড়া’র মহিবুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মরিচা ইউনিয়নের বালিরদিয়ার গ্রামের মোঃ জামাত মন্ডলের ছেলে মহিবুল মন্ডল নিহতের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচি অনুষ্টিত হয়, নিহত মহিবুলের মামা মইনুল হক পিন্টু জানান বুধবার বিকেলে কলা গাছ কাটা কেন্দ্র করে মরিচা ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আলমের বাড়ির সামনে শালিস শুরুর আগেই প্রতিপক্ষ পল্টু, তাহের গাংরা মহিবুলের উপর বাঠাম ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন তার পর এলাকাবাসী উদ্ধার করে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মরা যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এই হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে নিহত মহিবুলের পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। আসামীদের ধরতে অভিযান চলছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply