
মাদক বিরোধী বিভিন্ন অভিযানে বন্দুকযুদ্ধে নিহত কিংবা আহত হচ্ছে মাদক ব্যবসায়ী এবং এর সঙ্গে জড়িত চক্রের অনেকেই। কেউ কেউ র্যাধবের হাতে আটকও হচ্ছে। এরপরেও যেন কমছে না মাদকের এই চোরাচালান।
এবার ঝিনাইদহের মহেশপুরে মাদকসহ চার ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। রবিবার রাতে কালীগঞ্জ-জীবননগর সড়কের বকনডিয়া থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশপরগুনা জেলার বনগা থানার এড়োপোতা গ্রামের কালীদাস মন্ডলের ছেলে মিন্টু মন্ডল, আনন্দ মন্ডলের ছেলে অভিজিৎ মন্ডল, সুরেন্দ্রনাথ কর্মকারের ছেলে পরিমল কর্মকার ও সোহরাব উদ্দিন মন্ডলের ছেলে ইমরান মন্ডল।
মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, রবিবার রাতে কালীগঞ্জ-জীবননগর সড়কের বকনডিয়া বাসে তল্লাশি চালিয়ে চার পাসপোর্টধারী ভারতীয় নাগরিককে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চার বোতল ভারতীয় মদ, শাড়ি ও থ্রিপিস। আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে।
মাদক পাচারের চক্রটি বেশ বড় এবং শক্তিশালী, এ কথা বলবার অপেক্ষা রাখে না। তাদের পেছনে এই খুঁটির জোরেই বার বার আটক হবার পরেও কমছে না এই ব্যবসায়ীদের তৎপরতা। এই অভিযান তাই চালিয়ে যেতে হবে। এর সাথে বাড়াতে হবে জনসচেতনতা- যেন দেশের যুবসমাজ এর প্রতি ঝুঁকে না পড়ে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply