
নাজমুল হাসান নাহিদ, গুরুদাসপুরঃ “অপকর্ম রোধে অপকর্মের ব্যবহার, মাদক বিক্রেতার বাড়ি হোক গণ শৌচাগার” এমন একটি স্লোগান লিখে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকাসহ পথে পান্তরে বিল বোর্ড করে টাঙ্গিয়ে দিয়েছেন এলাকার সচেতন নাগরিকবৃন্দ। বুধবার সকালে সরজমীনে গেলে দেখাযায়, উপজেলার পৌর সদরের বিভিন্ন বাজার,রাস্তা-ঘাট, ৬টি ইউনিয়নসহ প্রত্যন্ত এলাকায় এই বিলবোর্ড টাঙ্গানো হয়েছে। এ বিষয়ে কথা হয় গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মোজাহারুল ইসলাম এর সাথে, তিনি বলেন, যারা সামাজিক ভাবে মাদক বিক্রেতাদের হেয় করার জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করিয়াছে তাদেরকে সাধুবাদ জানাই। মাদক নির্মুলে সর্বদাই আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply