
দেশ জুড়ে মাদক নিধন অভিযান চলছেই। এতে ধরা পড়ছে ছোটখাটো মাদক ব্যবসায়ী কিংবা বহনকারী। এমনই এক অভিযান চালানো হলো বৃহস্পতিবার।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়ে ৫৮ জনকে গ্রেফতার করেছে।
এই বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে এদেরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ৫৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১১ গ্রাম ও ১৮৭০ পুরিয়া হেরোইন, ৫৫০ গ্রাম ও ৪৩ পুরিয়া গাঁজা, ৯৬ ক্যান বিয়ার, ১৬৩ বোতল ফেন্সিডিল ও ৫০টি ইনজেকশন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃত দের কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তা না হলে পুলিশের অভিযানের পাশাপাশি বেপরোয়া হয়ে উঠবে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply