
নাটকীয় মোড় নিয়েছে মালদ্বীপের রাজনীতি । মালদ্বীপের সুপ্রিম কোর্ট ১২ জন বিরোধী দলীয় এমপিকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে। রোববার নির্বাচনের কয়েকদিন পূর্বে সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে এ আদেশ দেন।
এর পূর্বে সুপ্রিম কোর্ট নয় জন বিরোধীদলের নেতার মুক্তির হুকুম প্রত্যাহার করলেও এই ১২ জন আইন প্রণেতাকে দায়িত্বে পুনর্বহালের নির্দেশ বহাল রাখেন গত মঙ্গলবার।
তবে নতুন আদেশে সেই নির্দেশনা পরিবর্তন হয়েছে রোববার। চলতি মাসের শুরুতে মালদ্বীপে ১২ এমপিকে পুনর্বহালে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পরই রাজনৈতিক সমস্যা শুরু হয়। ওই রায়ে প্রধান বিচারপতি ও সাবেক রাস্ট্রপতি মোহাম্মদ নাশিদসহ বেশ কয়েকজন রাজনীতিবিদের মুক্তির আদেশ দেন।
সেই প্রেক্ষিতে ১৫ দিনের জন্য ৬ ফেব্রুয়ারি আব্দুল্লা ইয়ামিন জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। প্রধান বিচারপতি আব্দুল্লাহ সাঈদ ও বিচারপতি আলি হামিদকে গ্রেফতার করা হয়। তবে মালদ্বীপের সুপ্রিম কোর্ট প্রথম থেকেই সংকট নিরসনে ভারতের হস্তক্ষেপ চেয়ে আসছে ।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply