
সৌদি আরবের যুবরাজ প্রিন্স মুহাম্মদ বিন সালমান তার মা ফাহদা কে চিকিৎসার নাম করে দুই বছরেরও বেশি সময় ধরে সৌদি রাজ পরিবার থেকে আলাদা করে রেখেছেন। এমনকি তার বাবা সালমানের সাথেও দেখা করতে দেওয়া হচ্ছে না। গত দুই বছরের বেশি সময় ধরে মুহাম্মদ বিন সালমানের মা উদাও হওয়া নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন যুবরাজ। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে,তার মা ফাহদা কে যুক্তরাষ্ট্রে রাখা হয়েছে চিকিৎসার জন্য।মার্কিন গণমাধ্যম এনবিসি,বৃটিশ গণমাধ্যম টেলিগ্রাফস সহ আরও বড় বড় কয়েকটি গণমাধ্যম জানিয়েছেন রহস্যজনক ভাবে সৌদি বাদশাহ সালমানের তৃতীয় স্ত্রী যুবরাজ মুহাম্মদ বিন সালমানের মা ফাহদা বিনতে ফালাহ আল হাতলেনের নিখুঁজ হওয়ার ব্যপারে অনেকেই অভিযোগ করেছেন যে,যুবরাজ তার মাকে বন্ধী করে রেখেছেন। যদিও এই খবর কে সৌদি সরকার নাকচ করে দিয়েছেন। ওয়াশিংটনে সৌদি আরব দূতাবাসের একজন মূখপাত্র মুহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে এই ধরণের সকল অভিযোগ কে মিথ্যে বলেছেন। তিনি বলেন, ‘এটা অবশ্যই সত্য নয়’। তাছাড়া মুহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে তার মা ফাহদাকে নিঃসঙ্গ রাখার যে অভিযোগ তা সৌদি রাজপরিবারও নাকচ করে দিয়েছেন।
গত বছর মুহাম্মদ বিন সালমান তার চাচাতো ভাইকে সৌদি যুবরাজের পদ থেকে সরিয়ে যে বিতর্কের সৃষ্টি করেন তারই সূত্রধরে অনেকেই মনে করছেন ক্ষমতা হস্তান্তরে তার মা বাঁধা তৈরী করতে পারেন এই ভয়ে মাকে লুকিয়ে রেখেছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মকর্তার গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জানা গেছে তারা এটা বিশ্বাস করেন যে, ক্ষমতা লাভে যুবরাজের পথে তার মা ফাহদা বাঁধা সৃষ্টি করবেন এবং তার পরিকল্পনার বিরুদ্ধেও বাদশাহকে প্রভাবিত করতে পারেন এই আশঙ্কায় ৩১ বছর বয়সী প্রিন্স মুহাম্মদ বিন সালমান তার মা ফাহদা কে রাজপরিবার থেকে দূরে রেখেছেন বা এক ধরণের বন্ধীদশায় রেখেছেন।
সৌদি যুবরাজ ক্ষমতায় আসার পর থেকেই ভিবিন্ন কাজের মাধ্যমে আলোচনায় আসেন। তিনি তার ক্ষমতাবলে দুর্নীতি দমনের নামে তার প্রতিদ্বন্দ্বী ভিবিন্ন ব্যাবসায়ীসহ পরিবারেরও অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করিয়েছেন। তাছাড়া দুর্নীতির অভিযোগে যুবরাজ মুহাম্মদ বিন সালমান গত নভেম্বরে সৌদি আরবের শীর্ষ ধনী প্রিন্স আলওয়ালিদ বিন তালালকে এবং অর্থমন্ত্রী ইব্রাহিম বিন আসসাফকে আটক করেছেন। যুবরাজের দায়ীত্ব পেয়ে মুহাম্মদ বিন সালমান সেনাবাহিনী এবং প্রশাসনের দায়ীত্ব থেকে অনেককেই পদত্যাগ করিয়েছেন এবং বহু কর্মচারীকে শাস্তির ব্যবস্থা করেছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply