
মহান স্বাধীনতা দিবস ২০১৯ উপলক্ষ্য বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল একটু ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সমাজের মানুষের মাঝে তুলে ধরার জন্য মুক্তিযুদ্ধের কিছু চুম্বকীয় তথ্য তুলে ধরা হয়েছে এ স্বাধীনতার দেয়ালের মাধ্যমে। যা এমন এমন স্থানে স্থাপন করা হয়েছে যেখানে মানুষ চলাচলের সময় এ দেয়াল থেকে মুক্তিযুধ্যের অনেক ইতিহাস জানতে পারবে।
এ স্বাধীতার দেয়াল একযোগে ঢাকার মিরপুর, ক্যান্টনমেন্ট, মালিবাগ, ভাসানটেক, কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের কেন্দ্রীয় ইউনিটের সাথে এ আয়োজনে কাজ করেছে সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ইউনিট, মিরপুর বাংলা
কলেজ ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিট এবং ভাসানটেক সরকারী কলেজ ইউনিট। সার্বিক তত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় যোগাযোগ বিষয়ক সম্পাদক মো: সেলিম রেজা এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল ইসলাম বাঁধন।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এস. এম. আশেক উল্লাহ সোপান জানান “সভা/সেমিনার করে সবাই চেষ্টা করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সবার কাছে তুলে ধরতে, কিন্তু তা খুব একটা সম্ভব হয়ে উঠে না। তাই আমাদের এই পদক্ষেপ। এতে খুব অল্প ইতিহাস হলেও যতটুকু তুলে ধরা হয়েছে তা অনেক মানুষ জানে
না। এটা আমাদের জন্য লজ্জার যখন আমাদের শুনতে হয় টর্চ লাইট জালিয়ে যে অপারেশন করা হয় তাঁর নাম “অপারেশন সার্চলাইট, মহান বিজয় দিবস ২৬ মার্চ, ৭ জন বীরশ্রেষ্ঠের নাম ও ছবি থাকে একটা স্বনামধন্য স্কুলের ২১ ফেব্রুয়ারীর ভাষা সৈনিকদের নামে।
তাই যতটুকু সম্ভব চেষ্টা করেছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply