
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখ জুড়ী) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা মহানগরীর শেরে বাংলা নগর থানা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় শিবিরের সাবেক অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম।
আজ বিকেলে বড়লেখা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা শরীফ উদ্দিনের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বড়লেখা উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি ফয়ছল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও ইউপি সদস্য আলিম উদ্দিন, নিজবাহাদুর ইউনিয়ন পরিষদ সদস্য ও জামায়াত নেতা সুনাম উদ্দিন ইসলামী ছাত্রশিবির নেতা আরিফুল ইসলাম, আব্দুস সামাদ প্রমুখ।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ/মনসুর আহম্মেদ (বড়লেখা প্রতিনিধি)
Leave a Reply