
নিলয় ধর, যশোর প্রতিনিধি : আগামী ২২ জুন দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। এদিন যশোরে ৩ লাখ ২৪ হাজার ১১৮ জন শিশুকে ভিটার ‘এ’ প্লাস খাওয়ানোর হবে। জেলার ২ হাজার ২৭৯ টি ক্যাম্প এবং যশোর পৌসভার ১২টি ভ্রাম্যমাণ ক্যাম্পে ৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে যশোর পৌরসভায় ২৯ হাজার ৫০০, ঝিকরগাছা উপজেলায় ৩৫ হাজার ৫১৮, শার্শায় ৪১ হাজার ৪৭৩, সদরে ৬২ হাজার ৫২০, কেশবপুরে ২৭ হাজার ২৫৫, মণিরামপুরে ৪৮ হাজার ৯০০, চৌগাছায় ২৩ হাজার ৯৪৩, বাঘারপাড়ায় ২২ হাজার ৬৯০ এবং অভয়নগরে ৩২ হাজার ৩১৯ জন শিশুকে খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করেছে যশোর স্বাস্থ্যবিভাগ।
বৃহস্পতিবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আয়োজিত ওরিয়েন্টশনে এ তথ্য জানান সিভিল সার্জন দিলীপ কুমার। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ, মেডিকেল অফিসার ডা. ইমদাদুল হক, ডা. মীর আবু মাউদসহ যশোরের ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply