
আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে গাইবান্ধার সাদুল্লাপুরে ধাপেরহাটের আরভি কোল্ড স্টোরের কাছে ঢাকা-রংপুর মহাসড়কে এক বাস দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাসী বাস উল্টে গিয়ে চালক ও এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ যাত্রী।
নিহতরা হলেন পঞ্চগড় জেলার বাসিন্দা বাসচালক সাইফুল মিয়া (৪০) ও ঢাকার মিরপুর-১১ নম্বরের বাসিন্দা সরফরাজের মেয়ে চাঁদনি আক্তার (১০)। চাঁদনি মায়ের সঙ্গে সৈয়দপুরে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী অপু এন্টারপ্রাইজের একটি বাস ধাপেরহাটে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসচালক ও একটি শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটিও উদ্ধার করা হয়েছে।
সম্প্রতিই সড়ক দুর্ঘটনায় সোচ্চার হয়ে উঠেছিলো দেশের কোমলমতি শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে ঘোষনা করা হয়েছে এক সপ্তাহের বাড়তি সচেতনতা। তবে দুর্ঘটনাও যেন এর মাঝে কমছে না। এর জন্যে সাময়িক নয়, দীর্ঘমেয়াদী ব্যবস্থা নেয়া দরকার।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply