
আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে। এতে আটক হচ্ছে অনেকে হাতে নাতে, প্রমাণ সহ। কখনো বা কথিত বন্দুকযুদ্ধেরও খবর পাওয়া যাচ্ছে।
তবে মাদকের এই সহজলভ্যতা এবং চোরাচালান যেন কমছেই না।
এবার নাটোরের সিংড়া উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আঃ রউফকে (৩১) ১৭৫ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮৭ হাজার ৫০০ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর গ্রামে যুবলীগ নেতা আঃ রউফের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১৭৫ পিস ইয়াবাসহ আঃ রউফকে আটক করা হয়। সে রাণীনগর গ্রামের নবীর উদ্দিনের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক লাল মাহমুদ তালুকদার বাদী হয়ে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আঃ রউফকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাকে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রনের জন্যে কেবল মাত্র অভিযান নয়, সচেতনতা বাড়াতে হবে জনসাধারনের পর্যায় থেকেই। তবেই কেবল মাত্র এর বিস্তার কিছুটা হলেও কমতে পারে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply