
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, শ্রমিকদের অধিকার সবার আগে। শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের মজুরী পরিশোধ করা দরকার। আমার রক্তবিন্দু দিয়ে হলেও শ্রমিকের ভালোবাসার প্রতিদান দেবো।
তিনি আরো বলেন, প্রথম যখন এলাকার সংসদ সদস্য নির্বাচিত হই। তখন সব মতের শ্রমিককে ঐক্যবদ্ধ করে আব্দু্ল আজিজ নামে একজন শ্রমিককে রিকসা প্রদানের মধ্য দিয়ে শ্রমিককে মালিকে পরিণত করার উদ্যোগ নেই। সিংড়ার ২৪ টি শ্রমিক সংগঠকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হই। প্রতি বছর শ্রমিককে মালিকে পরিণত করা হচ্ছে। শ্রমিকদের কল্যানণ আজীবন কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, আমি আজীবন এমপি, মন্ত্রী থাকবোনা, কিন্তু শ্রমিকদের ভালোবাসার প্রতিদান দিয়ে যাবো। প্রতিমন্ত্রী বুধবার সকাল ১১ টায় সিংড়া বাসস্ট্যান্ডে এক শ্রমিক সমাবেশে উপরোক্ত কথা গুলো বলেন। মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও রিকসা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, বাস মালিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক হাসান ইমাম,
ডালিম আহমেদ ডনসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ।
এর আগে বন্যঢ র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে ৯ জন শ্রমিক পরিবারকে সেলাই মেশিন, ২ জন শ্রমিককে রিকসা, ৫ জন শ্রমিককে ভ্যান প্রদান করেন প্রতিমন্ত্রী পলক।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply