
রংপুর সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ে দলগত জোট খুব বেশি প্রভাব রাখবে না বলে মনে করেন প্রার্থীরা। তাদের মতে স্থানীয় সরকারের এ নির্বাচনে প্রতীক নয় ব্যক্তিকেই প্রাধান্য দিচ্ছেন ভোটাররা।
রংপুর পৌরসভা ২০১২ সালে সিটি করপোরেশন হবার এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট দেবেন তিন লাখ ৯৩ হাজার ৯৯৪ ভোটার। আওয়ামী লীগের শরফুদ্দীন আহম্মেদ ঝন্টু ও জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তাফা ১৪ দলীয় জোটের হলেও নির্বাচনে প্রতীক বড় কোন প্রভার রাখবে না মনে করেন, ক্ষমতাসীন দলের প্রার্থী।
আর জাতীয় পার্টির প্রার্থী মনে করেন রংপুরের মানুষ এবার নির্বাচনে ভোট দেবেন ব্যক্তিকে গুরুত্ব দেবেন বেশি। হোসাইন মোহাম্মাদ এরশাদের ভাতিজা জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী মনে করেন দলীয় প্রতীক তার জন্য বড় কোন চ্যালেঞ্জ নয়।
ভোটাররা বলছেন, প্রতীকের চেয়ে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন প্রার্থীর ব্যক্তিগত গুণাবলী ও এলাকার উন্নয়নের ওপর। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে কেন্দ্রে ভোটার উপস্থিতি গত বছরের চেয়ে বেশি হবে বলে মনে করছেন রংপুরবাসী।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / কাউসার।
Leave a Reply