
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম রাংগুনিয়া “৭” আসন কে নিয়ে চলছে বড় দুইদলে জল্পনা কল্পনা, ইতিমধ্যে সরকার দলীয় জোট এ একক প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী বর্তমান সাংসদ ডঃ হাসান মাহমুদ বর্তমান সরকারের আমলে প্রায় তিন হাজার কোটি টাকার উন্নয়ন এর সাফল্যকে পুজিঁ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।
অন্যদিকে বি,এন,পির পুরানো ঘাঁটি হিসেবে পরিচিত সাবেক সাংসদ, আলহাজ্ব সালাউদ্দিন কাদের চোধুরীর মৃত্যুদণ্ড পাওয়ার পর রাংগুনিয়া আসনটি প্রায় নেতৃত্ব শূন্য হয়ে পরে,এমন অবস্থায় রাংগুনিয়া উপজেলা বি,এন,পির সভাপতি অধ্যাপক,কুতুব উদ্দিন বাহার ওনার শূন্যস্থান এ দলীয় নেতা কর্মীদের মামলার ভার, দলীয় প্রোগ্রাম এ অংশগ্রহণ করে মোটামোটি দলকে জিয়ে রাখছেন।
আবার উনি গরীব দুঃখী মেহনীতি মানুষের পরম বন্ধু হিসেবে পরিচিত। এর ফল সরুপ ২০১৪ সালে উপজেলা নির্বাচন এ সতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহন করে ব্যাপক কারচুপির নির্বাচন এ সরকার দলীয় প্রার্থীর কাছে সামান্য ভোটে পরাজিত হন,যেখানে বি,এন,পির প্রার্থী তৃতীয় হন। এই নির্বাচন এর কারনে তিনি দল থেকে বহিষ্কার হন।
পরে আবার উপজেলা ভোট এ সুবিধাজনক থাকায় বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেয়। এর পর থেকে তিনি আর থেমে নেয় প্রত্যেক ইউনিয়ন, ওর্য়াড এ চুষে বেড়াচ্ছেন এর ধারবাহকিতায় তিনি নতুন প্রজম্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেন। অপরদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের নাকি ও এই আসনে নির্বাচন করার ইচ্ছা প্রোষন করেন, কিনতু রাংগুনিয়ার সাধারন জনগন বলে আমরা আর বহিরাগত চাইনা আমরা সুখে দুঃখে যাকে পাই এমন একজন প্রার্থীকে চাই।
রাংগুনিয়ার সাধারন জনগনের মতামত জেনে জানতে পারলাম আমরা এবার বি,এন,পির হালধরা উপজেলা বিএনপির সভাপতি কুতুব স্যারকে চাই। ওনিই পারবেন একমাএ হারানো আসন পুনরুদ্দার করতে। এদিকে বিশদলীয় জোট হতে এলডিপি নেতা সাবেক সাংসদ নুরুল আলম ও মনোনয়ন চাইতে পারেন।
Leave a Reply