
জাহেদ হাছান তালুকদার, রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলাধীন সবস্থরের সুন্নী জনতার ব্যানারে ভন্ড মুনিরুল্লাহর ফাঁসি ও মনিরীয়া যুব তবলীগ কমিটির নিষিদ্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ উপজেলা অাওয়ামীলীগের সহ সভাপতি অালহাজ্ব জহির আহমদ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অাজ মঙ্গলবার (২৩ জুলাই) বিকাল ৩ ঘটিকার সময় উপজেলাধীন পোমরা শান্তিরহাটস্থ ঈদগাহ ময়দানে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় গাউছিয়া কমিটির যুগ্ম
মহাসচিব অালহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী ফ্রন্টের উপদেষ্টা অালহাজ্ব হাফেজ রুহুল অামিন,সিনিয়র সহ সভাপতি মাওলানা অালীশাহ নেছারী, দক্ষিণ রাংগুনিয়া গাউছিয়া কমিটির সভাপতি মাওলানা অাবুল কারাম বয়ানী, উত্তরের সাধারণ সম্পাদক জাফর অাহমদ মাস্টার, পোমরা গাউছিয়া কমিটির সভাপতি ছৈয়দুল অালম তালুকদার,সহ সভাপতি অাবু তাহের মেম্বার,পোমরা গাউছিয়া সমিতির সভাপতি অাবদুল মান্নান হারুনী,সহ সভাপতি জাহেদুল অারম চৌধুরী অাইয়ুব, পোমরা ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল হক
প্রমুখ। সমাবেশে বক্তব্য রাখেন,পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার এবতেদায়ী প্রধান ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক, জামেয়া নঈমীয়া ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক মিনহাজুর ইসলাম,মীজা হোসাইনীয়া মাদরাসার সুপার ছৈয়দ গোলাম কিবরিয়া,চট্টগ্রাম উত্তর জেলা মঈনীয়া যুব ফোরামের অাহবায়ক অাকবর হোসেন রুবেল প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি রাঙ্গুনিয়ার সর্বস্থরের সুন্নী জনতার উপস্থিতিতে চট্টগ্রাম-কাপ্তাই গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পোমরা খাঁ মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply