
বুধবার সকাল থেকে ই রাজধানী ঢাকার প্রায় সকল রাস্তায় তীব্র যানজট। দিনের শুরুতে যে যানজট ছিল বেলা বাড়ার সাথে সাথে সেটা আরও বেশী তীব্র আকার ধারণ করেছে।
ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসেবার আয়োজন করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেক। সমাবেশে যোগ দেওয়ার জন্য সকাল থেকে ই নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যেতে শুরু করে। রাজধানীর রাজপথ দিয়ে এসব মিছিল যাওয়ার কারনে রাজধানী তে শুরু হয় যানজটের। এছাড়া বিভিন্ন রুটে বাস ভাড়া নিয়ে এসব সমাবেশে যোগ দেওয়ার কারন সংকট আরো বেড়েছে।
বেলা ১২ টার দিকে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ফার্মগেটে গিয়ে দেখা যায় অধিকাংশ গাড়ী আটকে আছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোট ছোট পিকআপ ও ট্রাকে করে সমাবেশের উদ্দেশ্য যেতে দেখা গেছে।
যানজটের বিষয়ে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন,’ দুপুর পৌনে ১২টার দিকে হাইকোর্ট এলাকায় যাওয়ার জন্য ফার্মগেট থেকে বাসে উঠেছি। আধা ঘণ্টায় সামান্য এগোতে পারছি।যে অবস্থা দেখছি, মনে হচ্ছে হেঁটে গন্তব্যে যেতে হবে।’
তুলনামূলক কম বাস দেখা গেছে রাজধানীর কল্যাণপুর বাস স্ট্যান্ডে। মোহাম্মদপুর – রামপুরা রুটে চলাচলকারী তরঙ্গ প্লাস বাসের কয়েক জন শ্রমিক জানান,তাঁদের পাঁচটি বাস সমাবেশের জন্য দিতে হয়েছে। তা ছাড়া আজ তাঁদের বাস রাস্তায় আগের সময়ের থেকে কম নেমেছে। রাস্তা থেকে বাস নিয়ে সমাবেশে জোর করে নেওয়া হচ্ছে, তাই বাস কম নামানো হয়েছে।
পল্টন-গুলিস্তান-মতিঝিল রুটে চলাচলকারী মেশকাত পরিবহনের শ্রমিকেরাও একই কথা জানান। মেশকাত পরিবহনের এক শ্রমিক বলেন,‘আমাদের বাসের সংখ্যা আজ কম। পল্টনের রাস্তা বন্ধ, একটু পর মানিক মিয়া অ্যাভিনিউও বন্ধ হয়ে যাবে। তাই দুইটার পর আর আমাদের কোনো বাস ছাড়া হবে না। শুনেছি, রাস্তায় যে বাস পাচ্ছে, তা সমাবেশের জন্য নিয়ে যাচ্ছে। তাই বাস বন্ধের সিদ্ধান্ত হয়েছে।’
মোহাম্মদ থেকে আজ অনেক গুলো পরিবহনের কোন বাস ছাড়া হয় নি। এ কারনে দুর্ভোগে পড়তে হয়েছে এই এলাকার অফিসগামী লোকদের। তাদের কে সকালে দীর্ঘ সময় বাসের অপেক্ষায় দাড়িয়ে থাকতে দেখা গেছে।
কারওয়ান বাজার,বাংলামোটর ও পান্থপথ মোড়ে তীব্র যানজট দেখা গেছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply