
রাজধানীর পুরানা পল্টন ও তোপখানা রোডের পাঁচটি প্রতিষ্ঠানকে নিম্নমানের জারে অপরিশোধিত পানি ভরে বাজারে বিক্রি করার দায়ে ০৪ লাখ টাকা অর্থদণ্ড এবং ০৯জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উক্ত অভিযানে প্রায় ০৪ হাজার ৫০০টি পানির জার ধ্বংস করা হয় এবং দুইটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
গত রোববার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (BSTI) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অভিযানকালে
১) দীঘি ড্রিংকিং ওয়াটার,
২) উইনার ড্রিংকিং ওয়াটার,
৩) লিমুকা ড্রিংকিং ওয়াটার,
৪) একুয়া ব্লু-ড্রিংকিং ওয়াটার
৫) মাসাফি ড্রিংকিংওয়াটার
নামে পাঁচটি কারখানাকে জরিমানা ও কারখানা মালিকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
বিএসটিআই ও র্যা ব হেড কোয়ার্টারের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply