
রাজধানীতে এক প্রাইভেটকার চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে রাজধানীর মেরুল বাড্ডায় এ ঘটনা ঘটে।
নিহত প্রাইভেটকার চালকের নাম জুলহাস মোল্লা (৩৭)। তিনি রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডায় ম-১০০ নম্বর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তিনি জুলহাস সোলায়মান মোল্লার ছেলে।
নিহতের বোন জানান, গতকাল রাত ১০টার দিকে ভাই-বোন মায়ের ওষুধ আনতে বাসা থেকে বের হন। এ সময় অজ্ঞাত দুই যুবক তার ভাইকে গুলি করে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply