
বৃহস্পতিবার রাতে রাজশাহী জেলা ও মহানগর পুলিশ আলাদা আলাদা গোপন অভিযান চালায়। রাজশাহীর পুঠিয়া উপজেলার এই দুটি অভিযানে জামায়াতের আমিরসহ ১০৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদের মধ্যে নগর পুলিশ ৫৩ এবং জেলা পুলিশ ৫০ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার পুঠিয়া জামায়াতের আমিরের নাম মো. আবদুল্লাহ। উপজেলার সরগাছি গ্রামের নিজের বাড়ি থেকে পুঠিয়া থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। এছাড়া পুঠিয়া পুলিশ হুমায়ুন কবির নামে এক শিবির কর্মী ও শামীম রেজা নামে আরেক জামায়াত কর্মীকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খানের বরাত থেকে এসব তথ্য জানা গেছে।
তিনি জানান, জেলার বাগমারা থানা পুলিশ বিএনপি ও জামায়াতের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- জামায়াত কর্মী আবু সায়েম ও আবদুল করিম এবং বিএনপি কর্মী মোয়াজ্জেম হোসেন, আবদুল খালেক ও আবদুর রউফ হিটলার।
বাগমারার ঝিকড়া এলাকায় তাদের বাড়ি। বৃহস্পতিবার রাতে এলাকায় গোপন বৈঠকে বসলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রল বোমা জব্দ করা হয়।
এছাড়া জেলার তানোর, মোহনপুর, দুর্গাপুর, বাঘা, চারঘাট, গোদাগাড়ী এবং গোয়েন্দা শাখা (ডিবি) অন্য ৪২ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে বেশকিছু মাদকদ্রব্য।
অন্যদিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, আরএমপির ১২ থানা ও ডিবি পুলিশ মোট ৫৩ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে বেশিরভাগই পরোয়ানাভুক্ত আসামি। কিছু ব্যক্তিকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে।
মাদক এবং পেট্রোল বোমা সহ আটক কৃতরা হয়তো নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকে বসেছিলো। এরা দেশের জন্যে কখনো মঙ্গলজনক কিছু বয়ে আনতে পারে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তথ্য আদায় করে এদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply