
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে বিভিন্ন জায়গায় গনসংযোগ করেছেন ধানের শীর্ষের প্রার্থী শহিদুল ইসলাম ভুঁইয়া,
শনিবার রামগড় উপজেলার ১১ মাইল থেকে শুরু করে থলি বাড়ি পাতা ছড়া, নাকাপা বাজার তৈচালা পাড়া আর পি গেইট সিনামাহ হল রামগড় বাজার বলিপাড়া ওয়াইপা পাড়া খাগড়াবিল হাতির খেদা রাজার ঘাট বালু খালি খুজাপাড়া লামকু পাড়া কালাডেবা বাজার চৌধুরীপাড়া বল্টুরাম টিলা সহ রামগড়ের প্রন্তত এলাকায় গনসংযোগ করেছেন ধানের শীর্ষের প্রার্থী শহিদুল ইসলাম ভুঁইয়া।
এই সময় তিনি বলেন সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও ধানের শীর্ষের গনজোয়ার বইছে ইনশাআল্লাহ ধানের শীর্ষের বিজয় নিশ্চত,ধানের শীর্ষ পাহাড়ের উন্নয়নের প্রতিক বিগত দিনের মত উন্নয়ন লক্ষে ধানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
উক্ত গনসংযোগে উপস্তিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ও রামগড় উপজেলার বিএনপির সর্বস্থরের নেতৃবৃন্দু।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply